ঢাকা : টিভি নাটকের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ‘টেলিহোম’র প্রধান মোহাম্মদ আলী বশিরকে হেফাজতে নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মোহাম্মদ আলী বশির রিজেন্ট চেয়ারম্যান সাহেদের ভায়রা ভাই। মোহাম্মদ সাহেদের অবৈধ টাকা দিয়ে আলী বশির নাটক প্রযোজনা করতেন বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর নবিনযুক্ত পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, সাহেদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে বুধবার (৮ জুন) দিবাগত রাতে বনানীর অফিস থেকে তাকে (আলী বশি) আটক করে আনা হয়।
রোগীদের কাছ থেকে করোনার নমুনা নিয়ে সেগুলো টেস্ট না করেই মনগড়া রিপোর্ট দিত রিজেন্ট হাসপাতাল।
গত সোমবার বিকেলে রিজেন্টের উত্তরার শাখায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
সোনালীনিউজ/এএস