• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০২০, ০১:৩৯ পিএম
সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের নির্দেশ

ঢাকা: দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা সংশ্লিষ্ট দফতর ও সংস্থাতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, বুদ্ধিজীবী দিবস পালনের সিদ্ধান্তটি দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি। গত ১৬ নভেম্বর কমিটির আহ্বায়ক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সই করা চিঠিতে শহীদ বুদ্ধিজীবী দিসব পালনের নির্দেশনা দেওয়া দেওয়া হয়। পরে এই নির্দেশ মতো মাধ্যমিকও ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের নির্দেশ দেয়।

নির্দেশনায় বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটির নির্দেশে ১৪ ডিসেম্বের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হবে।

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস ও সংস্থাকে এ দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনে মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা মেনে দিবসটি পালন করতে হবে।

সোনালীনউজ/এমএইচ

Wordbridge School
Link copied!