• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

ঢাকার শেয়ারবাজারে বিদেশীদের লেনদেন বেড়েছে


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩০, ২০২০, ০৭:৩৮ পিএম
ঢাকার শেয়ারবাজারে বিদেশীদের লেনদেন বেড়েছে

ফাইল ছবি

ঢাকা: বৈশ্বিক করোনা মহামারীর মধ্যেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে। ২০২০ সালে স্টক এক্সচেঞ্জটিতে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে বিগত তিন বছরের মধ্যে সর্বোচ্চ৷

ডিএসইর তথ্যমতে, ২০২০ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদেশী বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১০ হাজার ৩৮৭ কোটি ৬৫ লাখ টাকা। যা মোট লেনদেনের ৭ দশমিক ৬৯ শতাংশ। 

অপরদিকে ২০১৯ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদেশী বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ছিল ৭ হাজার ৮৪৫ কোটি ৪৫ লাখ টাকা। যা মোট লেনদেনের ৬ হাজার ৮৯ শতাংশ।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!