• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

২০ হাজার টাকা বিনিয়োগ থাকলেই মিলবে আইপিও


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩১, ২০২০, ০৭:৩৩ পিএম
২০ হাজার টাকা বিনিয়োগ থাকলেই মিলবে আইপিও

ফাইল ছবি

ঢাকা : মাত্র ২০ হাজার টাকা বিনিয়োগে প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) শেয়ার পাবে সকল বিনিয়োগকারীরা। ২০২১ সালের পহেলা এপ্রিল থেকে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেয়া এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) কমিশনের ৭৫৫তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সভায় কমিশন প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) চাঁদা গ্রহণের আবেদন প্রক্রিয়ায় নিম্নোক্ত পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে:

(ক) সাধারন বিনিয়োগকারীদের মধ্যে বিদ্যমান লটারী ব্যবস্থার পরিবর্তে আনুপাতিক (প্রো-রেট) হারে বরাদ্দ প্রদান;

(খ) সাধারন বিনিয়োগকারীগণের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এ আবেদনের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যের নূন্যতম ২০ (বিশ) হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে;

(গ) সাধারন বিনিয়োগকারীগণের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এ আবেদনের ক্ষেত্রে নূন্যতম চাঁদার পরিমাণ (অ্যাপলি্যোশন মানি) ১০ (দশ) হাজার টাকা বা উহার গুণিতক হবে;

(ঘ) বুক-বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) অনুমোদনের ক্ষেত্রে বিদ্যমান দ্বৈত সম্মতি পত্রের পরিবর্তে বিডিং এবং

প্রসপেক্টাস প্রকাশের একসাথে সম্মতি পত্র প্রদান করা হবে। যা আগামী ১ এপ্রিল, ২০২১ হতে কার্যকর হবে।

সোনালীনিউজ/এএস/এমএএইচ 

Wordbridge School
Link copied!