• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

শেষ আটের আগেই দেশে ফিরছেন মেসিরা


স্পোর্টস ডেস্ক জুন ২৭, ২০২১, ০৮:১৯ পিএম
শেষ আটের আগেই দেশে ফিরছেন মেসিরা

ঢাকা: কোপা আমেরিকায় এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে  ‘এ’ গ্রুপের শীর্ষে আছে মেসিরা। আর্জেন্টিনা সবশেষ কোপা আমেরিকা জিতেছিল ১৯৯৩ সালে। ২৮ বছর কোনো শিরোপা জেতেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মাঝে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার সেরা প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছে চারবার, একবার বিশ্বকাপ ফাইনালে। কিন্তু প্রতিবারই তাদের ফিরতে হয়েছে খালি হাতে। তবে এবার শিরোপা খরা ঘোচাতে চায় লিওনেল স্কালোনির দল।

আরও পড়ুন : ‘আমার বাবা আর বা-ব্বা, বা-ব্বা বলে ডাকবে না’

এদিকে বলিভিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ  ম্যাচটি তাদের জন্য শুধুই আনুষ্ঠানিকতার। এ ম্যাচ খেলেই আর্জেন্টিনায় ফিরবেন লিওনেল মেসিরা। তবে ম্যাচ খেলার আগেই আবারও ব্রাজিলে ফিরবেন মেসিরা। খবরটি জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস। প্রতিবেদন থেকে জানা যায়, বলিভিয়ার বিপক্ষে ম্যাচটা খেলে আর্জেন্টিনার এজেইজা শহরে ফিরবেন মেসিরা। বৃহত্তর বুয়েনস আয়ার্সের অঞ্চল অধিভুক্ত একটি শহর এজেইজা।

আরও পড়ুন : তিন বোনকে বিয়ে করে কঠিন পরীক্ষায় আবদুল হক

সংবাদমাধ্যমটি এর আগে জানিয়েছিল, কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনা দল তাদের দেশেই তাবু গেড়েছে। নিজেদের দেশ থেকেই ম্যাচের আগে ব্রাজিলে গিয়ে খেলে আবার ফিরছে দেশে। তবে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা দল ব্রাজিলেই ছিল। কারণ, মাঝে দুই দিন বিরতির পর তারা প্যারাগুয়ের মুখোমুখি হয়েছে।

আরও পড়ুন : মরদেহের চাপে কবরস্থানে তিল পরিমাণ জায়গা খালি নেই

এর আগে খবর বেরিয়েছিল, কোয়ার্টার ফাইনাল সামনে রেখে আর্জেন্টিনা দল দেশে নাও ফিরতে পারে। প্রস্তুতিটা সারতে পারে ব্রাজিলেই। কিন্তু টিওয়াসি স্পোর্টস থেকে জানা গেছে, তেমন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ম্যাচ খেলে মেসিদের দেশে ফেরার এ সিদ্ধান্ত ব্রাজিলে করোনা সংক্রমণের জন্য কি না, সে বিষয়ে অবশ্য কিছু খোলাসা করেনি সংবাদমাধ্যম।

সোনালীনিউজ/এএম

Wordbridge School
Link copied!