• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

কোপা আমেরিকার সেরা গোলরক্ষক হলেন মার্টিনেজ


ক্রীড়া ডেস্ক: জুলাই ১১, ২০২১, ০৮:৫০ এএম
কোপা আমেরিকার সেরা গোলরক্ষক হলেন মার্টিনেজ

ঢাকা : শুধু ফাইনাল ম্যাচেই নয়, পুরো আসরে গোলবারের নিচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সেরা গোলরক্ষক হলেন এমিলিয়ানো মার্টিনেজ। শিরোপা জেতার পথে খেলা সাত ম্যাচে মাত্র ৩ গোল হজম করেছেন তিনি। সেমিফাইনাল ম্যাচে টাইব্রেকারে তিনটি পেনাল্টি শট ঠেকিয়ে দলকে পাইয়ে দিয়েছিলেন ফাইনালের টিকিট।

এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে যোগ্যতর প্রার্থী হিসেবেই এবারের আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ২৮ বছর বয়সী এ গোলরক্ষক। যার সুবাদে তার হাতেই উঠেছে কোপা আমেরিকার সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস।

ফাইনালে পুরো ম্যাচে অন্তত ১৩টি শট গোলের উদ্দেশ্যে করেছিল ব্রাজিল। যার মধ্যে দুইটি ছিল লক্ষ্য বরাবর। বিশেষ করে ম্যাচের ৮৭ মিনিটের সময় ডি-বক্সের ভেতরে বাম পাশ থেকে বুলেট গতির শট নিয়েছিলেন গ্যাব্রিয়েল বারবোসা তথা গ্যাবিগোল। দুর্দান্ত ক্ষিপ্রতায় সেই শট ঠেকান মার্টিনেজ।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!