ঢাকা: বিদায়ী টেস্টে মাহমুদউল্লাহ রিয়াদকে বড় জয় উপহার দিল বাংলাদেশ। একমাত্র টেস্ট ২২০ রানে জিতে নিয়েছে টাইগাররা। রানের হিসেবে ২২০ রানের এই জয় বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম। সবচেয়ে বড় জয় ছিল ২২৬ রানের, জিম্বাবুয়ের বিপক্ষেই। রিয়াদের কাব্যিক ইনিংস ছাড়াও বল হাতে জয়ে বড় অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান।
এর আগে হারারে টেস্টে ৩ উইকেটে ১৪০ রান করে চতুর্থ দিন শেষ করেছিল স্বাগতিকরা। এই টেস্ট জিততে শেষ দিনে রেকর্ড ৩৩৭ রান করতে হবে জিম্বাবুয়েকে। কারণ এই মাঠে এত বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড ছিলনা কারো।
শেষ দিন ব্যাটিংয়ে নেমে বেশ ভালোই শুরু করেছিল জিম্বাবুয়ে। তবে তাদের ইনিংস বেশিদূর এগোতে দেননি মেহেদী হাসান মিরাজ। এই ডানহাতি স্পিনার ডিওন মায়ার্সকে ব্যক্তিগত ২৬ রানে সাদমান ইসলামের ক্যাচ বানিয়ে আউট করেন। এর তিন বল পরেই টিমিচেন মারুমাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন মিরাজ। এরপর কাইয়াকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেছেন তাসকিন। চাকাবাকে বিদায় করলেন বোল্ড করে। দিশেহারা জিম্বাবুয়ে শেষদিকে প্রতিরোধের চেষ্টা করলেও একমাত্র টেস্টে বড় হার এড়াতে পারলনা।
সোনালীনিউজ/এআর
আপনার মতামত লিখুন :