• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ম্যাচ সেরা মাহমুদউল্লাহ


ক্রীড়া ডেস্ক জুলাই ১১, ২০২১, ০৭:৩৮ পিএম
ম্যাচ সেরা মাহমুদউল্লাহ

ঢাকা: এ এক অন্যরকম প্রাপ্তি। এমন সমাপ্তি কয়জনের ভাগ্যেই আছে। বিদায়ী টেস্টে ক্যারিয়ার সেরা ইনিংস, দলের বড় জয় আবার ম্যাচসেরা হওয়া সবই এক পাল্লাতেই ধরা দিল। অপরাজিত ১৫০ রানের দারুণ এক ইনিংস উপহার দিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন  মাহমুদউল্লাহ। 

যার ফলে শেষ পর্যন্ত টাইগারদের জয় ২২০ রানের। জয়ের পর দেওয়া এক প্রতিক্রিয়ায় মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, দলের একজন সদস্য হিসেবে আমি সবসময় দলের পক্ষে জয় চাই। আমাদের দল হাসলেই আমরা খুশি। লিটন খুবই ভালো করেছে। তার তার সামর্থ্য দিয়ে খেলেছে। আমি ক্রিজে তাসকিনের সঙ্গে অনেক মজা করেছি। আমাদের প্রয়োজন ছিল চাপ এড়িয়ে সময়টা পার করা। আমি সবসময় টিকে থাকার চেষ্টাটাই করেছি।

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। ১৩২ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৬৮ রান সংগ্রহ করে টাইগাররা।

সপ্তম উইকেটে লিটন দাসের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর নবম উইকেটে পেস বোলার তাসকিন আহমেদের সঙ্গে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের রেকর্ড জুটি গড়েন তিনি।
 
সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!