• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বাংলাদেশের একজনকেই ভয় অস্ট্রেলিয়ার, জানালেন ওয়েড 


ক্রীড়া ডেস্ক আগস্ট ২, ২০২১, ০৬:০১ পিএম
বাংলাদেশের একজনকেই ভয় অস্ট্রেলিয়ার, জানালেন ওয়েড 

ঢাকা: আগামীকাল পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবে বাংলাদেশের দুই তিন জন ক্রিকেটারদের দিকে নজর থাকবে অজিদের।

এরমধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাকিবের উইকেট। তার দুই ক্ষমতাতেই ভীতি অস্ট্রেলিয়ার। এমনটাই জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। 

ওয়েড বলেন, ‘সে ব্যাট হাতে যেমন বল হাতেও খুবই ভালো। সে ভালো রান করতে যানে। সে যখন ব্যাট করবে তখন তার উইকেট গুরুত্বপূর্ণ।’

সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। যেখানে প্রথম টেস্টে ১০ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৮৪ রানের ইনিংস খেলেছিলেন সাকিব। যে কারণে তাকে নিয়ে বেশ সচেতন অস্ট্রেলিয়া।

ওয়েড বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই জানি সে কি করতে পারে। এখানে ২০১৭ সালে টেস্ট ম্যাচে সে খুবই দুর্দান্ত ছিল। সে বল ঘোরাতে পারে এবং শাইনি সাইডে হিট করে আপনাকে এলবিডব্লিউ করতে চেষ্টা করবে বা সিম ঘুরিয়ে আপনাকে আউটসাইড এইজ হতে বাধ্য করবে।’

তিনি আরও বলেন, ‘উইকেট কেমন আচরণ করবে তার ওপর ভিত্তি করে আমাদেরকে তার বিপক্ষে ভালো করার উপায় বের করতে হবে। সে তাদের দলের গুরুত্বপূর্ণ অংশ।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!