• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

চিত্রনায়িকা পরীমণির বাসায় র‌্যাবের অভিযান


নিউজ ডেস্ক আগস্ট ৪, ২০২১, ০৪:২৫ পিএম
চিত্রনায়িকা পরীমণির বাসায় র‌্যাবের অভিযান

ঢাকা: চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে বলে বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে।

বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমনির রাজধানীর বনানীর বাসায় এ অভিযানে যান র‌্যাবের সদস্যরা।

এবিষয়ে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, পরীমনির বনানীর বাসায় অভিযান চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। 

জানা গেছে, র‌্যাবের নারী সদস্যসহ শতাধিক র‌্যাব সদস্য এই অভিযানে অংশ নিয়েছেন।এছাড়া পরীমণির বাসার বাইরের সড়কেও অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনীর সদস্যরা।

তবে অভিযান শুরুর আগে বাসায় হামলা করা হচ্ছে বলে দাবি করেছেন অভিনেত্রী নিজেই।ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেছেন কয়েকজন অজ্ঞাত ব্যক্তি এসে তাকে দরজা খুলতে বলছেন। দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছেন। তারা নিজেদের পুলিশের লোক বলে জানালেও কোন থানার তা জানাচ্ছেন না। এ কারণে চরম আতঙ্কে রয়েছেন তিনি। 

পরীমণি বলেন, ঘটনার পর তিনি থানায় ফোন করেছেন, সেখান থেকে তার বাসায় পুলিশ সদস্যদের যাওয়ার কথা অস্বীকার করা হয়েছে। 

পরীমনি অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এর কিছুক্ষণ পর দরজা খুলে দেন পরীমণি নিজেই।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!