• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বীরোচিত অভ্যর্থনা পেলেন মেসি


ক্রীড়া ডেস্ক আগস্ট ১০, ২০২১, ০৯:৫০ পিএম
বীরোচিত অভ্যর্থনা পেলেন মেসি

ঢাকা: প্যারিসে পৌঁছানোর পর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে বীরোচিত অভ্যর্থনা দেওয়া হয়েছে। এয়ারপোর্টে পৌঁছানোর পর সমর্থকদের ‘মেসি, মেসি, মেসি’ স্লোগানে হাত নেড়ে জবাব দেন মেসি। এসময় তার পরা ছিল 'দিস ইস প্যারিস' লেখা সাদা টি শার্ট।

গণমাধ্যমের খবর, পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করতে রাজি হয়েছেন মেসি। সঙ্গে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকছে। মেসির আগমনের অপেক্ষায় গত রোববার থেকে এয়ারপোর্টের আশেপাশে ঘোরাফেরা করছেন পিএসজি সমর্থকরা। 

ফ্রান্সের স্থানীয় সময় মঙ্গলবার দিনের শুরু থেকেই চলমান গুঞ্জন আরও জোরালো হয়। ফ্রান্সের ক্রীড়া পত্রিকা লেকিপে জানায়, পিএসজির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন মেসি। এর কিছুক্ষণ পরই তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি স্পেনের টিভি চ্যানেল লা সেক্সতাকে বলেন, “হ্যাঁ, লিও(মেসি) আজই পিএসজির সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করবে।”

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!