• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

মেসিকে হারিয়ে বার্সেলোনা নতুন কাণ্ড


ক্রীড়া ডেস্ক আগস্ট ১১, ২০২১, ১০:৪৪ এএম
মেসিকে হারিয়ে বার্সেলোনা নতুন কাণ্ড

ছবি: ইন্টারনেট

ঢাকা : শেষ পর্যন্ত দীর্ঘ ২১ বছরের সম্পর্ক শেষ হয়ে গেল মেসি-বার্সার। সম্পর্কটা যে মধুর ছিল তা বুঝতে কারও বাকি নেই। বিদায় সংবাদ সম্মেলনে চোখের পানি ধরে রাখতে পারেননি মেসি। কেঁদেই চলেছেন। কণ্ঠ ধরে আসছে ৩৪ বছর বয়সী আর্জেন্টিনা অধিনায়কের। 

সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘এ বছর সবকিছু অনেক ভিন্ন। এটা আমার ঘর, আমাদের ঘর। আমি এখানে থাকতে চেয়েছিলাম। সেটাই পরিকল্পনা ছিল। কিন্তু আজ সবকিছু ছেড়ে যেতে হচ্ছে। আজ ২১ বছর পর ক্লাব ছেড়ে যাচ্ছি। আমি, আমার স্ত্রী, আমার তিন কাতালান-আর্জেন্টাইন সন্তান...। ক্লাবটাতে যা করেছি, তা নিয়ে আমি গর্বিত।’ 

এদিকে বার্সা ছেড়ে কোথায় যাবেন তা নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইতেই যোগ দিচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

নতুন ঠিকানায় বছরে ৩৫০ কোটি টাকায় মেসির সঙ্গে চুক্তিসই করেছে পিএসজি। এ ব্যাপারে দল বদল নিয়ে বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ‘পিএসজিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। দুই বছরের চুক্তি সম্পন্ন। চাইলে ২০২৪ সাল পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হচ্ছে। ভাতা মিলিয়ে বছরে কর বাদ দিয়ে ৩ কোটি ৫০ লাখ ইউরো বেতন পাবেন। মেসি পিএসজির চুক্তির প্রস্তাব মেনে নিয়েছেন এবং প্যারিসে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন।’

এদিকে পিএসজিতে যোগ দিতে স্পেন থেকে প্যারিসের বিমানে ওঠার পরই লিওনেল মেসির পোস্টার খুলে ফেলে দেয় বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ।

অন্যদিকে মেসিকে স্বাগত জানাতে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার ভাড়া করেছে পিএসজি। মেসির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস।

সেখানে দেখা যায় তিন ছেলে সিরো, মাতেও ও থিয়েগো মেসি এবং স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জেকে নিয়ে একটি কালো গাড়ি থেকে নামছেন লিওনেল মেসি। পরে দেখা যায় তাদের সঙ্গে আছেন মেসির বাবা ও তার অ্যাজেন্ট জর্জে মেসি। সেই ভিডিও প্রকাশের পরই ন্যু ক্যাম্প থেকে খুলে ফেলা হয় মেসির ছবি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!