• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

‘আমার পিএসজিতে আসার অন্যতম কারণ নেইমার’


ক্রীড়া ডেস্ক আগস্ট ১১, ২০২১, ০৪:২৬ পিএম
‘আমার পিএসজিতে আসার অন্যতম কারণ নেইমার’

ঢাকা: অবশেষে নেইমারের আরো এক চাওয়া পূরণ হয়ে গেল। দীর্ঘদিন ধরেই তিনি চাইছিলেন প্রিয় বন্ধু মেসি একদিন পিএসজিতে আসবেন। একসঙ্গে আবারো জুটি বাঁধবেন দুজনে। 

সেই মাহেন্দ্রক্ষণই এল। গতকালই নিশ্চিত হয়ে গেল মেসি এখন পিএসজির। প্যারিসে নেমেই পিএসজির সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন আগামী দুই বছরের জন্য। 

নতুন অধ্যায়ে নেইমার-এমবাপ্পের সঙ্গে মেসি কোন ইতিহাস গড়বেন, সেটা পরে দেখা যাবে। আজ পিএসজির হয়ে প্রথম সংবাদ সম্মেলনে এসেছেন মেসি। সেখানে তিনি জানালেন, তার পিএসজিতে আসার পেছনে নেইমারের অবদান কতটুকু?

নেইমারকে নিয়ে মেসি বললেন, ‘আমি নেইমারকে অনেক আগে থেকেই চিনি। আমাদের লক্ষ্য এক। আমরা অনেক বছর আলাদা ছিলাম, কিন্তু আমার মনে হয় আমরা একসঙ্গে খেললেই ভালো হয় ব্যাপারটা। আমার পিএসজিতে আসার পেছনে নেইমার অন্যতম এক কারণ। অন্যান্য সতীর্থদের সঙ্গে খেলতেও তর সইছে না আমার।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!