• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

‘পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চাই’


ক্রীড়া ডেস্ক আগস্ট ১১, ২০২১, ০৫:০১ পিএম
‘পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চাই’

ঢাকা: সেই ২০১৪-১৫ সেশনে বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিলেন লিওনেল মেসি।

এরপর গত কয়েক বছর ধরেই বার্সেলোনার জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জিততে চেয়েছিলেন মেসি, পারেননি। এবার পিএসজিতে এসেও একই ইচ্ছার কথা ব্যক্ত করলেন মেসি —

‘পিএসজি এই মৌসুমে দুর্দান্ত কিছু খেলোয়াড় দলে এনেছে। গত কয়েক বছরে চ্যাম্পিয়নস লিগ জেতার ক্ষেত্রে বেশ অনেকদূর এগিয়েছিল তারা। আমি এই ক্লাবে এসেছি ওই লক্ষ্য নিয়েই। আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করব। আমার লক্ষ্য আরেকটা চ্যাম্পিয়নস লিগ জয়, আর আমার মনে হয় আমি সে জন্য আদর্শ জায়গাতেই এসেছি।’

সংবাদ সম্মেলনে নাসের আল খেলাইফি ও পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দোকেও ধন্যবাদ জানিয়েছেন মেসি, ‘আমি পিএসজির সভাপতি ও লিওনার্দোকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই পুরো দলকে। প্রথম থেকেই ওরা আমার সঙ্গে যেভাবে ব্যবহার করছে, তার জন্য। 

বার্সেলোনার আনুষ্ঠানিক ঘোষণাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা শুরু করে তারা। অনেক অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি গোটা প্রক্রিয়াটা সম্পন্ন করতে পেরেছে তারা। অনেক জটিল একটা পরিস্থিতির সমাধান খুব সহজভাবেই করতে পেরেছেন তারা। আমি গোটা প্রক্রিয়ার জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!