• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

মেসি-নেইমারসহ পিএসজির খেলোয়াড়দের কার বেতন কত?


মো. আতিকুর রহমান আগস্ট ১১, ২০২১, ০৯:৪৯ পিএম
মেসি-নেইমারসহ পিএসজির খেলোয়াড়দের কার বেতন কত?

ঢাকা: গতকাল রাতেই লিওনেল মেসির সঙ্গে চুক্তি সেরে ফেলেছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন মেসি।

আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে চুক্তিপত্রে। ৩৪ বছর বয়সী মেসি ৩০ নম্বর জার্সি পরে খেলবেন পিএসজিতে। বার্সেলোনায় তিনি এই ৩০ নম্বর জার্সি পরেই শুরু করেছিলেন পেশাদার ক্যারিয়ার।

পিএসজিতে যোগ দেওয়ার পরই মেসি হয়ে গেলেন ক্লাবটির সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়। মেসি পিএজসজিতে যোগ দেওয়ার পর পরই নেইমারসহ ক্লাবটির অন্যান্য খেলোয়াড়রা কে কেমন বেতন পান এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফুটবল ভক্তদের মনে।

তাহলে দেরী কেন তীব্র জানার আগ্রহের ইতি টানুন এখনই। জেনে নিন পিএসজির খেলোয়াড়রা বার্ষিক কে কত টাকা বেতন পাবেন (কর বাদ দিয়ে)....(বর্তমানে ১ ইউরো=৯৯.৬০ টাকা)।

১. লিওনেল মেসি (ফরোয়ার্ড) (আর্জেন্টিনা)=৩৫ মিলিয়ন ইউরো। যা বাংলা টাকায় তিনশ আটচল্লিশ কোটি ষাট লাখ টাকা (৩৪৮,৬০০০০০০)।

২. নেইমার (ফরোয়ার্ড) (ব্রাজিল)=৩০ মিলিয়ন ইউরো। যা বাংলা টাকায় দুইশ আটানব্বই কোটি আশি লাখ টাকা (২৯৮,৮০০০০০০)।

৩. কিলিয়ান এমবাপ্পে (ফরোয়ার্ড) (ফ্রান্স)=২৪ মিলিয়ন ইউরো। বাংলা টাকায় দুইশ উনচল্লিশ কোটি চার লাখ টাকা (২৩৯,০৪০০০০০)।

৪. মার্কো বারাত্তি ( সেন্ট্রাল মিডফিল্ডার) (ইতালি)=১৫ মিলিয়ন ইউরো। একশ উনপঞ্চাশ কোটি চল্লিশ লাখ টাকা (১৪৯,৪০০০০০০)।

৫. মার্কুইনহোস (ডিফেন্ডার) ব্রাজিল=১৫ মিলিয়ন ইউরো। একশ উনপঞ্চাশ কোটি চল্লিশ লাখ টাকা (১৪৯,৪০০০০০০)।

৬. ডি মারিয়া (উইঙ্গার) (আর্জেন্টিনা)=১৪ মিলিয়ন ইউরো। বাংলা টাকায় একশ উনচল্লিশ কোটি চুয়াল্লিশ লাখ টাকা (১৩৯,৪৪০০০০০)।

৭. সার্জিও রামোস (ডিফেন্ডার) (স্পেন)=১২ মিলিয়ন ইউরো। বাংলা টাকায় একশ উনিশ কোটি বায়ান্ন লাখ টাকা (১১৯,৫২০০০০০)।

৮. গিয়ানলুইগি ডনারুম্মা (গোলকিপার) (ইতালি)=১২ মিলিয়ন ইউরো। বাংলা টাকায় একশ উনিশ কোটি বায়ান্ন লাখ টাকা (১১৯,৫২০০০০০)।

৯. কেইলর নাভাস (গোলকিপার) (কোস্টারিকা)=১২ মিলিয়ন ইউরো। বাংলা টাকায় একশ উনিশ কোটি বায়ান্ন লাখ টাকা (১১৯,৫২০০০০০)।

১০. প্রেসনেল কিম্পেম্বে (সেন্টারব্যাক) (ফ্রান্স)=১০ মিলিয়ন ইউরো। বাংলা টাকায় নিরানব্বই কোটি ষাট লাখ টাকা (৯৯,৬০০০০০০)।

১১. মাউরো ইকার্ডি (সেন্টার ফরোয়ার্ড) (আর্জেন্টিনা)=১০ মিলিয়ন ইউরো। বাংলা টাকায় নিরানব্বই কোটি ষাট লাখ টাকা (৯৯,৬০০০০০০)।

১২. জর্জিয়েনো উইজনাল্ডুম (মিডফিল্ডার) (নেদারল্যান্ড)=১০ মিলিয়ন ইউরো। বাংলা টাকায় নিরানব্বই কোটি ষাট লাখ টাকা (৯৯,৬০০০০০০)।

১৩. আচরাফ হাকিমি (ফুলব্যাক) (মরক্কো)=৮ মিলিয়ন ইউরো। বাংলা টাকায় উনআশি কোটি আটষট্টি লাখ টাকা (৭৯,৬৮০০০০০)। 

সূত্র: স্পোর্টস বাইবেল

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!