• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

অভিনব প্রতারণা, সাকিবের সতর্কবার্তা


ক্রীড়া ডেস্ক আগস্ট ১২, ২০২১, ০৯:২০ পিএম
অভিনব প্রতারণা, সাকিবের সতর্কবার্তা

ঢাকা: এই যুগে প্রতারণার কোনো সীমারেখা নেই। যে কাউকে নিয়ে এবং যে কোনো বিষয় নিয়ে প্রতারণা এখন নিত্য-নৈমিত্তিক ব্যাপার।

এই যেমন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম ব্যবহার করে নন ফাঞ্জিবল টোকেনের মাধ্যমে ডিজিটাল কনটেন্টের ব্যবসা করছে একটি ওয়েবসাইট। 

অথচ এই ব্যবসায় সাকিবের অনুমতি নেওয়া হয়নি। সতর্ক করেছেন সাকিব নিজেই। বৃহস্পতিবার (১২ আগস্ট) এক টুইট বার্তায় সাকিব তার ভক্ত-সমর্থকদের সতর্ক করে প্রতারকদের কাছ থেকে কনটেন্ট ক্রয় করতে নিষেধ করেছেন। একইসাথে জানিয়েছেন, শীঘ্রই তার আনুষ্ঠানিক নন ফাঞ্জিবল টোকেন চালু করবেন।

সাকিব লিখেছেন, ‘আমি এদের আমার ছবি বা নাম ব্যবহার করে এনএফটিতে কার্ড বিক্রির অনুমোদন দেইনি। এটা প্রতারণা। অনুগ্রহ করে ওদের কাছ থেকে কিছু ক্রয় করবেন না। আমি শীঘ্রই আমাদের অফিসিয়াল এনএফটি ঘোষণা করব।’

সাকিবের টুইট দেখে সাড়া দিয়েছেন তার সমর্থকরা। অনেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!