• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ভারতে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জরুরি অবতরণ


নিউজ ডেস্ক আগস্ট ২৭, ২০২১, ০৩:৩০ পিএম
ভারতে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জরুরি অবতরণ

ঢাকা: পাইলট অসুস্থ হয়ে পড়ায় ওমান থেকে ঢাকা আসার পথে ভারতের নাগপুরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফ্লাইটটিতে কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২ ফ্লাইটটি ওমানের মাস্কট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

বিমান সূত্র জানায়, বৃহস্পতিবার বিমানের ফ্লাইটটি ওমান যায়। সেখান থেকে স্থানীয় সময় মধ্যরাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল। কিন্তু ফ্লাইটটি ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হয়। পরে সেটি ঢাকার দিকে না এসে ভারতের স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ১১টায় নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। 

ওই ফ্লাইটের একজন যাত্রী বলেন, 'মাস্কাটে আমাদের ৪ ঘণ্টা অপেক্ষা করিয়ে সাড়ে ৬টায় প্লেনে তোলা হয়। পরে নাগপুরে জরুরি অবতরণ করে।'

বর্তমানে ফ্লাইটটির যাত্রীরা নাগপুর বিমানবন্দরে অপেক্ষায় আছেন। তাদের আনতে নতুন ফ্লাইট পাঠানো হবে, নাকি এই ফ্লাইটে আনা হবে তা নিশ্চিত হওয়া যায়নি।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!