• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

৩০০ আসনে নেতাদের বিএনপির চিঠি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩১, ২০২১, ০১:০৯ পিএম
৩০০ আসনে নেতাদের বিএনপির চিঠি

ঢাকা : করোনা মহামারিতে জনগণের আরো কাছে যাওয়ার চেষ্টা করছে বিএনপি। জেলায় জেলায় হেল্প সেন্টার চালু করার পাশাপাশি ৩০০ সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেয়া নেতাদের কেন্দ্র থেকে আলাদাভাবে চিঠি দিয়ে সহযোগিতার নির্দেশনাও দিয়েছে দলটি। নেতারা বলছেন, দলীয় স্বার্থ নয়, তাদের রাজনীতি হোক মানুষের জন্য।

শুধু মিছিলে স্লোগানে রাজপথ প্রকম্পিত করা নয়, দুঃসময়ে জনগণের পাশে দাঁড়ানোকেও রাজনীতির বড় দায়িত্ব মনে করে বিএনপি।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 'বিএনপি মানুষের সুখে দুখে মানুষের পাশে থেকে মানুষের মন জয় করবে। এটাই তো বিএনপির রাজনীতি।'

করোনা মহামারির শুরু থেকেই সাধ্যমত সহযোগিতার পাশাপাশি আক্রান্ত মানুষের সেবায় জেলায় জেলায় তারা চালু করেছে করোনা হেল্প সেন্টার। সর্বশেষ সারা দেশের সংসদীয় আসনভিত্তিক নেতাদের চিঠি দিয়েও অসহায় মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছে দলটি।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, 'যেহেকু চিঠি দেয়া হয়েছে। তাই আমি মনে করছি, আমরা মনে করছি দল আমাকে মূল্যায়ন করছে। মাঠে ময়দানে শুধু শ্লোগান আর বুলি আউড়ানো নয়। মানুষের পাশে থেকে মানুষের সেবা করাটাই বড় রাজনীতি বলে আমি মনে করি। সরকারি, বিরোধীদল সকল রাজনৈতিক দলকে আমি আহ্বন করবো এই করোনাকালিন সময়ে মানুষের সেবা করি। মানুষের পাশে থাকি। এটাই হবে আমাদের সবচেয়ে বড় রাজনীতি।'

একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী এস এ সিদ্দিক সাজু জানান, 'এই করোনা কালিন সময়ে আমাদের সামাজিক দায়বন্ধতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, এই দর্দশায় পাশে দাঁড়ানোর মতো ভালো কাজ, মহত উদ্যোগ আর কিছু হতে পারে না।'

একাদশ সংসদ নির্বাচনে শরিয়তপুর ৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়প্রাপ্ত সাঈদ আহমেদ আসলাম বলেন, 'মানুষ কিভাবে যে আমাদের সাধুবাদ জানাচ্ছে সেটা বলার নয়। এজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সেলুট জানাই। এই দুর্দিনে তিনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে সন্তান তার বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে সেখানে আমরা জনগণের জন্য কাজ করে যাচ্ছি।'

এই চিঠি তৃণমূলের নেতাদের উজ্জীবিত করার পাশাপাশি দলকে আরো জনবান্ধব করবে বলে মত কেন্দ্রের নেতাদের। বিএনপি ভাইস চেয়ারম্যান  বীর উত্তম ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর বলেন, 'আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন লেবেলে সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছি। আমরা জনগণের নেতা আমরা জনগণের কাছে কিভাবে যাবো, যদি পাশে না দাঁড়াই। কাজেই চিঠি দেয়াতে আরো বেশি উৎসাহিত বোধ করছে নেত্রীবৃন্দ।'

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!