• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে একদিনেই কোটিপতি


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ৫, ২০২১, ০৪:৩৭ পিএম
শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে একদিনেই কোটিপতি

ঢাকা : কথায় আছে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। হ্যা, এমনই নসিবওয়ালা এক নিরাপত্তাকর্মী শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েই কোটিপতি হয়ে গেলেন। একই দিনে কোটি টাকার জোড়া লটারি জিতেছেন তিনি।  

এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায়। 

আরও পড়ুন : নারীর মুখে পুরুষের মতো দাড়ি, এলাকায় তোলপাড়

পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীধর রুইদাস। নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করেন এক বেসরকারি সংস্থায়।

আরও পড়ুন : গ্রেফতারের মুখে ব্রাজিল ছাড়ল মেসি ও তার দল 

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে শ্বশুরবাড়ি এসে স্থানীয় বাজারে লটারির টিকিট কাটেন শ্রীধর। দুপুর দেড়টা নাগাদ জানতে পারেন, লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়েছেন তিনি। তবে তার পরও টিকিট কাটা থামাননি। বিকালে ফের টিকিট কাটেন। কাকতালীয় ভাবে তাতেও জেতেন কয়েক লাখ টাকা।

আরও পড়ুন : ছড়িয়ে পড়েছে কিলিংমেশিন খ্যাত রাসেলস ভাইপার

পর পর দুবার লটারি জিতে আনন্দে আত্মহারা হয়ে শ্বশুরবাড়ির সবাইকে খবরটি জানান জামাই। আস্তে আস্তে খবরটি ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। 

আরও পড়ুন : শেরপুরে ৬ কেজি ২০০ গ্রাম ওজনের শিশুর জন্ম

অবশেষে নিরাপত্তার অভাব বোধ করে জামুড়িয়া থানায় যান শ্রীধর। পুলিশ তার যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করবে বলে জানিয়েছে। সূত্র : আনন্দবাজার

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!