• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ফের বিয়ের পিঁড়িতে মাহিয়া মাহি!


বিনোদন প্রতিবেদক সেপ্টেম্বর ৮, ২০২১, ০৩:৪২ পিএম
ফের বিয়ের পিঁড়িতে মাহিয়া মাহি!

মাহিয়া মাহি। ছবি : ইনস্টাগ্রাম

ঢাকা : ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি ফেসবুকে মাহির একটি পোস্টকে ঘিরে দর্শকদের মনে কৌতুহলের জন্ম নিয়েছে।

আরও পড়ুন : ‘চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানাচ্ছি’

তিনি তার আইডিতে ঘোষণা দিয়েছেন, আগামী ১৩ সেপ্টেম্বর একটি সারপ্রাইজ দেবেন তিনি। কী সেই সারপ্রাইজ? এটি দর্শক, সমালোচকদের নানা কৌতুহল।

আরও পড়ুন : সুন্দরবনে দেখা মিললো মাঝি-মাল্লাবিহীন ইলিশবোঝাই ট্রলার

তবে মাহির কাছের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়ের খবর দিবেন তিনি। গাজীপুরের এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন বলে জানা যায়। মাহির হবু স্বামী প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। যদিও বিয়ের কথা এতদিন অস্বীকার করে এসেছেন তিনি।

আরও পড়ুন : সৃজিত এখন আর খেতে আসেন না : মিথিলা

তাহলে অবশেষে কি সেই বিয়ের কথাই প্রকাশ্যে আনতে চলেছেন মাহি? উত্তরের জন্য ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

আরও পড়ুন : শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে একদিনেই কোটিপতি

মাহি প্রথম বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। ২০১৬ সালে তাদের বিয়ে হয়েছিল। এরপর থেকে সুখেই সংসার করছিলেন। তবে মাঝে একাধিকবার তাদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। অবশেষে গত মে মাসে দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!