• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ম্যাচসেরা নাসুম বললেন, উল্টাপাল্টা কিছু চিন্তা করিনি


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৮, ২০২১, ০৯:১৩ পিএম
ম্যাচসেরা নাসুম বললেন, উল্টাপাল্টা কিছু চিন্তা করিনি

ঢাকা: দারুণ বোলিং করে স্বভাবতই ম্যাচ সেরার পুরষ্কারটা উঠেছে নাসুমের হাতেই। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে জানালেন, অধিনায়কের দিক থেকে কোনো চাপ বা বাড়তি প্রত্যাশা ছাড়াই জ্বলে উঠেছেন।

নাসুম প্রথম ওভারে কোনো রান না দিয়ে শিকার করেন রাচিন রবীন্দ্রকে। পরের ওভারে সাজঘরে ফেরান বিপদজনক হয়ে ওঠা ফিন অ্যালেনকে।

১২তম ওভারে শিকার করেন পরপর দুই বলে আরও দুই উইকেট, সাথে আরও এক মেডেন ওভার। ক্যারিয়ার সেরা ফিগার গড়ার দিনে নাসুম দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গড়েছেন একাধিক মেডেন ওভারের কীর্তি। ম্যাচ শেষে তিনি জানান, ভালো করার জন্য অধিনায়ক বা দলের পক্ষ থেকে বাড়তি কোনো চাপ আরোপ করা হয়নি।

নাসুম বলেন, ‘আসলে এখন পর্যন্ত রিয়াদ ভাই আমাকে কোনোদিনও বলেনি নাসুম আমাকে উইকেট বের করে দে। আমাকে বলেছে- তুই তোর মত করে যা। আমিও চেষ্টা করি রান কম দিয়ে ওভার শেষ করার।’

ম্যাচ সেরার পুরস্কার নিয়ে নাসুম আরো বলেন, ‘উইকেটে টার্ন পাচ্ছিলাম। তাই চেষ্টা করেছি একটা জায়গায় বল করা, উল্টাপাল্টা কিছু চিন্তা করিনি। সিরিজ জিতেছি আলহামদুলিল্লাহ। অনুভূতি বলতে… আসলে অনেক খুশি লাগছে।’

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!