• ঢাকা
  • বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫,

অবশেষে কিংসলির স্বপ্ন পূরণ, শক্তি বাড়ল বাংলাদেশের


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৪:৩৪ পিএম
অবশেষে কিংসলির স্বপ্ন পূরণ, শক্তি বাড়ল বাংলাদেশের

ঢাকা: অনেক কাঠখড় পুড়িয়ে চলতি বছরের মার্চে বাংলাদেশের নাগরিকত্ব পান নাইজেরিয়ার বংশোদ্ভূত ফুটবলার এলিটা কিংসলি। দীর্ঘদিন ধরেই স্বপ্ন দেখছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।

প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক তালিকায় নাম উঠেছে বসুন্ধরা কিংসের এই স্ট্রাইকারের। যদিও বাংলাদেশি নাগরিক হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলতে ফিফার ছাড়পত্র পাননি এখনো। তবে দ্রুত সে ছাড়পত্র পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে। তাই সাফ চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলের প্রাথমিক তালিকায় রাখা হয়েছে কিংসলিকে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম। তিনি বলেন, ‘সাফের জন্য যে ৩৫ জনের তালিকা পাঠানো হয়েছে, সেখানে কিংসলির নাম আছে। আমরা তার নাম জমা দিয়ে রেখেছি, যেন ফিফার ছাড়পত্র পেলে আর কোচের প্রয়োজন হলে তাকে নিতে পারেন। এই সপ্তাহের মধ্যে ছাড়পত্র পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’

প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে স্থানীয় ফুটবলার হিসেবে তাকে দলে ভেড়ায় বসুন্ধরা। এরই মধ্যে দলটির হয়ে ৩টি ম্যাচও খেলেছেন। কিন্তু বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলতে ফিফা ও এএফসির ছাড়পত্রের প্রয়োজন।

জাতীয় দলের কোচ জেমি ডের নজরেও আছেন কিংসলি। বাংলাদেশের ইংলিশ কোচ বলেন, ‘কিংসলির ভালো সুযোগ আছে। তবে সেটি নির্ভর করছে তার খেলার ছাড়পত্র পাওয়ার ওপর।’

নিঃসন্দেহে কিংসলেকে জাতীয় দলে পেলে শক্তি বাড়বে বাংলাদেশ ফুটবল দলের এমন আশাবাদই ব্যক্ত করছেন ফুটবল সংশ্লিষ্টরা।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!