• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

নুসরাতের ছেলের বাবা দেবাশিস দাশগুপ্ত


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ১৬, ২০২১, ১২:১০ পিএম
নুসরাতের ছেলের বাবা দেবাশিস দাশগুপ্ত

ফাইল ছবি

ঢাকা : কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান সদ্য মা হয়েছেন। ছেলের জন্মের পরদিন প্রকাশ্যে এনেছিলেন তার নাম। জানিয়েছিলেন ছেলের নাম ‘ঈশান’। তবে সবাইকে সন্তানের নাম জানালেও তার বাবার নাম নিয়ে ছিল ধোঁয়াশা। তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে ছেলের বাবার নাম সবার সামনে আনলেন তিনি।

আরও পড়ৃন : ১৩০ টাকা বেতনের কর্মচারী থেকে রাতারাতি ৪৬০ কোটির মালিক 

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে কলকাতা পৌরসভার অনলাইনে ফরমে ছেলের নাম নথিভুক্ত করতে গিয়ে তিনি বাবার নাম জানান। 

আরও পড়ুন : পর্ন ব্যবসার আসামি স্বামী, বয়ান দিলেন শিল্পা শেঠির

নুসরাত জাহানের সন্তানের পিতার নাম দেবাশিস দাশগুপ্ত। দেবাশীষ দাশগুপ্ত আসলে যশেরই আরেকটি নাম।

আরও পড়ৃন : তিন নদীতে বড় ইলিশ, হতাশা কাটছে জেলেদের 

পৌরসভার দেওয়া বার্থ সার্টিফিকেটে নুসরাতের সন্তানের নাম লেখা হয়েছে ঈশান জে দাশগুপ্ত। মায়ের নাম নুসরাত জাহান। কাজেই নুসরাত সিঙ্গল মাদার কি না, তা নিয়ে এখন আর প্রশ্ন করার সুযোগ থাকল না। গত শুক্রবার পৌরসভায় কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে যান যশ-নুসরাত।

আরও পড়ুন : হঠাৎ স্কুলছাত্রের ব্যাংক অ্যাকাউন্টে ১১শ কোটি টাকা

তখনই খবর হয়, সিঙ্গল মাদার হওয়ার জন্য বার্থ সার্টিফিকেটে কীভাবে আবেদন করতে হবে, তাই নিয়ে খোঁজখবর করেন দুজনে। আজ (বুধবার) পৌরসভার সার্টিফিকেটে দেখা গেল, আসলে সন্তানের অভিভাবক হিসাবে রয়েছে দুজনেরই নাম। এমনকি বাড়ির ঠিকানা হিসাবে সোনারপুর উত্তরের ঠিকানা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : শোকে পাগলপ্রায় শেহনাজ, ছেড়েছেন খাওয়া-ঘুম

ঈশানের জন্মের ১২ দিনের মাথায়ই কাজে ফেরেন নুসরাত। একটি পার্লারের উদ্বোধনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাবা জানেন বাবা কে? কোনও নারীকে এই প্রশ্ন করা মানে তার চরিত্রে কালি ছিটানো। 

আরও পড়ুন : কঠোর আন্দোলনের হুশিয়ারি ১১-২০ গ্রেড কর্মচারীদের

তিনি আরও বলেন, যশকে সঙ্গে নিয়ে তিনি দারুণ অভিভাবকত্ব উপভোগ করছেন। অন্যদিকে অভিনেতা যশ দাশগুপ্তও ফিরেছেন শুটিংয়ে। 'চিনেবাদাম' ছবির শুটিংয়ে তিনি জানান, 'আমি ও নুসরাত দুজনে মিলেই ছেলের নাম রেখেছি ঈশান। ওর ডাকনাম অংশ।'

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!