• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

মেসি আসায় দুর্বল হয়েছে পিএসজি


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৭:৩১ পিএম
মেসি আসায় দুর্বল হয়েছে পিএসজি

ঢাকা: চ্যাম্পিয়নস লিগে পিএসজির হয়ে অভিষেক হল লিওনেল মেসির। ক্লাব ব্রুজকে শক্তিশালী পিএসজি উড়িয়ে দেবে, এমন প্রত্যাশাই ছিল।

তাছাড়া যে ত্রয়ীকে নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। বেলজিয়ামের ক্লাবটির বিপক্ষে সেই ত্রয়ীকে একসঙ্গে দেখা গেল ঠিকই, কিন্তু মন ভরাতে পারলেন না তারা। চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে বুধবার ব্রুজের সঙ্গে ১-১ গোলে ড্র করে পিএসজি।

মেসি, নেইমার আর এমবাপ্পেকে একসঙ্গে দেখে প্রত্যাশার পারদ তুঙ্গে তুলেছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু তিনজনের রসায়নটা জমেনি। 

ম্যাচের পর স্বাভাবিকভাবেই তাদের পারফরম্যান্স নিয়ে ওঠে প্রশ্ন। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েন তো বলেই দিলেন, মেসিকে দলে এনে উল্টো দুর্বল হয়ে গেছে পিএসজি। সাবেক ইংলিশ ফরোয়ার্ড বুঝতে পারছেন না, চ্যাম্পিয়নস লিগে কেন পিএসজিকে অন্যতম ফেবারিট মনে করা হচ্ছে।

বিটি স্পোর্টসের সঙ্গে আলাপে ওয়েন বলেন, ‘আমরা হয়তো তাদের ব্যাপারে ঝাঁপিয়ে পড়ছি এটা ভেবে যে, এই পিএসজি যে ফরোয়ার্ডদের নিয়ে সাজানো, তারা নিজস্বতার দিক থেকে প্রত্যেকেই অসাধারণ খেলোয়াড়।’

নেইমার-এমবাপে আগেও একসঙ্গে খেলেছেন। মেসির অন্তর্ভূক্তিকে ইঙ্গিত করে সাবেক ইংলিশ স্ট্রাইকার বলেন, ‘একসঙ্গে খেলে তারা বরং দলটিকে দুর্বল করে দিয়েছে মনে হচ্ছে। আমি বুঝি না, কিভাবে তারা এটার (চ্যাম্পিয়নস লিগ) ফেবারিট হয়। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!