• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

অবশেষে গ্রেফতার হলেন শাহরুখপুত্র


বিনোদন ডেস্ক অক্টোবর ৩, ২০২১, ০৪:৫৬ পিএম
অবশেষে গ্রেফতার হলেন শাহরুখপুত্র

ঢাকা: প্রমোদতরীতে এক মাদক-পার্টিতে অংশ নেওয়ায় শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে গ্রেফতার দেখিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

শনিবার রাত থেকে টানা ১৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রোববার (৩ অক্টোবর) তাকে গ্রেফতার দেখানো হলো।

আরও পড়ুন: ছেলেকে বাঁচাতে দিক-বেদিক ছুটছেন শাহরুখ, ভেঙে পড়েছেন গৌরী

জিজ্ঞাসাবাদে প্রমোদতরীতে মাদক নেওয়ার কথা কবুলও করেন আরিয়ান। অনুশোচনা প্রকাশ করেই বলেন, মাদক নিয়ে ভুল করেছেন তিনি। দাবি করেন, এর আগে কখনও এমন কিছু করেননি তিনি।

আরও পড়ুন: দু’শো কোটি খোরপোশের প্রস্তাব, একটি টাকাও নেবেন না সামান্থা

সেই পার্টিতে জামাকাপড়ের সেলাই, মেয়েদের ব্যাগের হাতলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল মাদক। শাহরুখ-পুত্রের লেন্স রাখার বাক্স থেকেও নাকি মাদক উদ্ধার করেন এনসিবি-র আধিকারিকরা।

আরও পড়ুন: ভারতে কনসার্টে গিয়ে আহত ইয়োহানি

আরিয়ানের সঙ্গেই আটক করা হয় আরবাজ মার্চেন্ট, মুনমুন ধর্মেচা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার এবং গোমিত চোপড়াকে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!