• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস

বুয়েট শিক্ষককে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২১, ২০২১, ০৭:১৩ পিএম
বুয়েট শিক্ষককে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি

বুয়েট শিক্ষক ড. নিখিল রঞ্জন ধর।ফাইল ছবি:

ঢাকা: রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ড. নিখিল রঞ্জন ধরকে বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় তাকে (নিখিল রঞ্জন ধর) বিভাগের প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও তাকে কোনো পরীক্ষায় দায়িত্ব পালন না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি এ বিষয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!