• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মাসিক ভাতা পাবেন ১৬ উপজেলার সরকারি চাকরিজীবীরা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৪, ২০২২, ০৪:৩৬ পিএম
মাসিক ভাতা পাবেন ১৬ উপজেলার সরকারি চাকরিজীবীরা

ঢাকা: দেশের ১৬টি উপজেলার সরকারি চাকরিজীবীদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘জাতীয় বেতন স্কেল ২০১৫’-এ উল্লেখিত প্রথম থেকে ২০টি গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা এ ভাতা পাবেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

হাওর, দ্বীপ ও চর হিসেবে সরকার ঘোষিত ১৬টি উপজেলা হচ্ছে- ইটনা, অষ্টগ্রাম, মিঠামইন, সন্দ্বীপ, কুতুবদিয়া, হাতিয়া, চৌহালি, রৌমারি, চর রাজীবপুর, রাঙ্গাবালি, মনপুরা, ধর্মপাশা, শাল্লা, দোয়ারাবাজার, আজমীরিগঞ্জ ও খালিয়াজুরি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৬ জানুয়ারি থেকে এসব ভাতা কার্যকর হবে। তবে হাওর, দ্বীপ ও চর হিসেবে ঘোষিত ১৬টি উপজেলার স্থায়ী বাসিন্দারা নিজ উপজেলায় কর্মরত থাকাকালীন এ ভাতা পাবেন না।

গ্রেড ভিত্তিতে মাসিক ভাতার হার হচ্ছে- প্রথম থেকে ৭ম গ্রেড পর্যন্ত ৫ হাজার টাকা।  অষ্টম গ্রেড ৪ হাজার ৬০০ টাকা।  নবম গ্রেড ৪ হাজার ৪০০ টাকা। দশম গ্রেড ৩ হাজার ২০০ টাকা। একাদশ গ্রেড ২ হাজার ৫০০ টাকা। দ্বাদশ গ্রেড ২ হাজার ২৬০ টাকা।  ত্রয়োদশ গ্রেড ২ হাজার ২০০ টাকা। চতুর্দশ গ্রেড ২ হাজার ৪০ টাকা। পঞ্চদশ গ্রেড ১ হাজার ৯৪০ টাকা। ষোড়শ গ্রেড ১ হাজার ৮৬০ টাকা। সপ্তদশ গ্রেড ১ হাজার ৮০০ টাকা। অষ্টাদশ গ্রেড ১ হাজার ৭৬০ টাকা।  ঊনবিংশ গ্রেড ১ হাজার ৭০০ টাকা এবং বিশতম গ্রেডের কর্মচারীরা ১ হাজার ৬৫০ টাকা হারে ভাতা পাবেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!