• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্ত্রীর জন্য দল বিক্রি করেছেন জি এম কাদের: রিজভী


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০২৪, ০৩:২১ পিএম
স্ত্রীর জন্য দল বিক্রি করেছেন জি এম কাদের: রিজভী

ঢাকা: জি এম কাদের স্ত্রীর জন্য জাতীয় পার্টি (জাপা) বিক্রি করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘এই নির্বাচনে জাতীয় পার্টির প্রধান নেতা জি এম কাদের কত কথা বললেন। এই সরকারের অধিনে নির্বাচন করা যাবে না। তারা গতবার রাত্রি বেলায় নির্বাচন করেছেন। কত কথা বললেন। তারপরে শুধুমাত্র নিজের স্ত্রীর জন্য গোটা দলকে বিক্রি করে দিলেন! সেটা তার দলের লোকেরা প্রতিদিন স্লোগান দিচ্ছেন।’

জাতীয়তাবাদী মহিলা দলের এ অনুষ্ঠানে রিজভী বলেন, ‘ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়া গৃহবন্দি। সরকারের পথের কাঁটা বলেই গত ছয় বছর ধরে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে।’

সরকার বিরোধীদলগুলোর ওপর নিপীড়ন চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে বিরোধীদলগুলোর ওপর নিপীড়ন চালাচ্ছে। এর মধ্যেও সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজপথে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে।’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তার, সদস্য সচিব নাসিমা আক্তার কেয়া প্রমুখ।

এমএস

Wordbridge School
Link copied!