Menu
ঢাকা: ২০১৭ সালে দেশের সর্বোচ্চ পদক একুশে পদক পেলেন ১৭জন বিশিষ্ট ব্যক্তি। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক গ্রহণ করেন দেশের এই গুনী জনরা।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক প্রদান করা হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাগরিকেরা হলেন ভাষা আন্দোলনের জন্য ভাষাসৈনিক অধ্যাপক শরিফা খাতুন, শিল্পকলায় (সংগীত) সুষমা দাস, জুলহাস উদ্দিন আহমেদ, ওস্তাদ আজিজুল ইসলাম ও রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম, শিল্পকলায় (চলচ্চিত্র) তানভীর মোকাম্মেল, শিল্পকলায় (ভাস্কর্যে) সৈয়দ আব্দুল্লাহ খালিদ, শিল্পকলায় (নাটক) সারা যাকের, সাংবাদিকতায় আবুল মোমেন ও স্বদেশ রায়, গবেষণায় সৈয়দ আকরম হোসেন, শিক্ষায় অধ্যাপক ইমেরিটাস আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. জামিলুর রেজা চৌধুরী, সমাজসেবায় অধ্যাপক মাহমুদ হাসান, ভাষা ও সাহিত্যে (মরণোত্তর) কবি ওমর আলী ও সুকুমার বড়ুয়া এবং শিল্পকলায় (নৃত্য) শামীম আরা নীপা।
সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT