কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলো ৪ যুবক

  • খুলনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৯, ২০২০, ০৫:০১ পিএম

ঢাকা: ভারতে পাঁচ মাস কারাভোগের পর সোমবার সকালে চার বাংলাদেশি যুবককে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তুলে দেয় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

ফিরে আসা যাত্রীরা হলেন- নীলফারামারি জেলার দারজগঞ্জ এলাকার মোতাহার আলীর ছেলে লিটন মিয়া (৩২), আব্দুল ওয়াদুদের ছেলে আব্দুল ওহাব (২৮), মোখলেছুর রহমানের ছেলে ইমদাদুল হক (৩৫) ও পঞ্চগড়ের তাইপুকুরিয়ার মোখলেছ মিয়ার ছেলে  সাইদুর রহমান (২২)।

এর আগে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতে অবস্থানের অপরাধে তাদের আটক করেছিল কোলকাতা পুলিশ।

ফিরে আসা ইমদাদুল হক জানান, চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে তারা ভারতে যান। এসময় করোনার কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকে পড়েন। বিষয়টি তারা তিন মাসের মধ্যে স্থানীয় পুলিশকে অবহিত করতে পারেননি। পরে নিয়ম ভঙ্গের অভিযোগে কোলকাতা পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। এরপর ৫ মাস কারাভোগ শেষে তাদের আজ ফেরত পাঠানো হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, ফেরত আসা বাংলাদেশিদের আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

সোনালীনিউজ/এমএইচ