কলেজ ছাত্র সোহেল রানা হত্যা মামলার আসামি কারাগারে

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২০, ০৭:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

রাজাপুর (ঝালকাঠি) : ঝালকাঠির রাজাপুরে কলেজ ছাত্র সোহেল রানা হত্যা মামলার ৩ নং আসামি আলমগীর শরিফ (৪৫) কে জেল হাজতে পাঠিয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তার নামে গ্রেফতারি পরোয়ানা থাকায় রবিবার আদালতে আত্মসমার্পন করে জামিন চাইলে বিচারক শেখ আনিসুজ্জামান জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আলমগীর শরিফ উপজেলার বড়ইয়া মৌজে আলী শরিফের পুত্র।

মামলার বিবরণে জানান যায়, ২০১৫ সালের ২৬ আগষ্ট বেলা সাড়ে ১১ টায় রাজাপুর  উপজেলা বড়ইয়া গ্রামের আমজেদ ফকিরের পুত্র বড়ইয়া কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র সোহেল রানা কে একই গ্রামের লস্কর বাড়ির সামনে কাঁচা রাস্তায় উপর প্রকাশে দিবালোকে ৭-৮জন মিলে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের পিতা আমজেদ আলী ফকির বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। 

ঐ মামলায় পুলিশ তদন্ত শেষে ২০২০ সালের ১১ জানুয়ারি আদালতে আলমগীর শরিফসহ ৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দায়ের করেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৭ জনের মধ্যে ৪ জন জামিনে থাকলেও আলমগীর শরিফসহ ৩জন পলাতক ছিল।

সোনালীনিউজ/এমএএইচ