আশুলিয়াঃ ঢাকা জেলায় যত খাস জমি দখল আছে অবিলম্বে সকল জমি উদ্ধার করা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম।
সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম, এসময় আরও বলেন, এখন মানুষ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে সঠিক বিচার পাওয়ায় আদালতে কম যাচ্ছে। এতে করে অনেক মানুষের সময় অপচয় কম ও দুর্ভোগ কমেছে।
এসময় তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন গ্রামে ব্যাপক উন্নয়ন হওয়ায় তিনি ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের প্রশাংসা করেন। উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি ইউপি সদসস্যের সাথে মত বিনিময় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ারম্যান বিতরণ করেন।
অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ, আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান পিন্স, আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) হ্যাপি দাসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সোনালীনিউজ/এআই/এসআই