মাশরাফিকে দলে ফেরানোর দাবিতে মানববন্ধন

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২০, ০৯:৪৪ পিএম
সংগৃহীত

সিলেট: আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে ক্যারিবীয়দের সফর। ওয়ানডে ছাড়াও দুই ম্যাচের টেস্ট সিরিজেও মুখোমুখি হবে দুই দল। এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে পুনরায় দলে নেওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

শনিবার (২৬ ডিসেম্বর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে পুনরায় দলে ফেরানোর দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি কর্মসূচি পালিত হয়।

আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে ক্যারিবীয়দের সফর। ওয়ানডে ছাড়াও দুই ম্যাচের টেস্ট সিরিজেও মুখোমুখি হবে দুই দল। এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে পুনরায় দলে নেওয়ার দাবি জানানো হয়েছে এ মানববন্ধন থেকে।

মাশরাফি ফ্যান ক্লাবের আহ্বায়ক ছাত্রলীগ নেতা আব্দুল আলীম তুষারের সভাপতিত্বে ও কাজী মাকসুদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ।

এছাড়া উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপের ব্যুরোপ্রধান সাজলু লস্কর, সিলেট জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, মাশরাফি ফ্যান ক্লাবের নেতা হাবিবুর রহমান পাবেল, জাবেদ রহমান, শরীফ মোবারক সুমন, দিপু, শাওন, সাকিব, আকাশ দেব, জামেল, জুমেল, জাবেদ, ইমরান, সাদি, মেহেদি, বিশাল, রুহান, সুলতান, আরিয়ান, আকছার, মিছবাহ, এহিয়ান, তাহমিদ, তনয়, ফাহিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাশরাফি এখনো ফুরিয়ে যাননি। তার উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের পারফরম্যান্স। ক্রিকেটে বাঙালির অনুভূতি এবং প্রাণভোমরা মাশরাফিকে পুনরায় দলে ফেরাতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার হুমকি দেন মাশরাফি ভক্তরা।

সোনালীনিউজ/এমএএইচ