শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিত

  • মুন্সিগঞ্জ প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২১, ১২:৫৭ পিএম
ফাইল ছবি

মুন্সিগঞ্জ: ঘনকুয়াশায় পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সাড়ে ৮ঘন্টা বন্ধ থাকার পর রোববার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় ফেরি চলাচল শুরু হয়েছে। নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে। ফেরি চলাচল শুরু হওয়া যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক (বানিজ্য) বিষয়টি ফয়সাল আহমেদ নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১০টার ফেরি চলাচল শুরু হয়। মাঝনদীতে আটকা পরা ফেরিগুলোও নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছে। এখন ফেরি চলাচল স্বাভাবিক। বহরে থাকা মোট ১৭টি ফেরির মধ্যে ১৫টি চলাচল করছে। বাকি ২টি কারিগরী সমস্যার কারণে মেরামতের কাজ চলছে।

সোনালীনিউজ/এমএস/এসআই