রামেকে করোনায় আরও ১৭ মৃত্যু

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০৯:৩৮ এএম
ফাইল ছবি

রাজশাহী : গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু। এদের মধ্যে করোনায় ৬ জন, উপসর্গ নিয়ে ৮ জন এবং করোনা নেগেটিভ হয়ে ৩ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। এনিয়ে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৬৬ তম দিনে মোট ৯৮১ জনের মৃত্যু হলো।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ১৯৩ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৪৬ জনের। এর মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোরের ৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার ৩ জন করে এবং কুষ্টিয়া ও নওগাঁর ১ জন করে মারা গিয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.৮৩%।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরেও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৫১৩টি এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ৩৯১ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৯ জন।

সোনালীনিউজ/এমএএইচ