গাজীপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবিতে উত্তাল গাজীপুরের বিভিন্ন এলাকা।
ওই কটূক্তির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় গত দুইদিন যাবত দলীয় পদ থেকে বহিষ্কার ও মেয়রের পদত্যাগ দাবিতে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতা বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) গাজীপুর জেলা শহর, চান্দনা চৌরাস্তা ও কোনাবাড়িতে বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। কোনাবাড়িতে মেয়রের কুশপুত্তলিকা দাহ করা হয়।
তবে, আজ দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, তার ফেসবুক পেইজে ঘটনাটি একটি ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
সোনালীনিউজ/এমটিআই