সিঁধ কেটে মহিষ চুরি

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৫:৪৪ পিএম
ছবি : সংগৃহীত

রাজশাহী : তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার গোলাম মোস্তফা নামের এক কৃষকের গোয়ালঘরে সিঁধ কেটে দুটি মহিষ চুরি করে নিয়ে গেছে চোর। মহিষ দুটির আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা হবে বলে দাবি মোস্তফার।

রোববার (২১ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে এ চুরির ঘটনা ঘটে। মোস্তফা উপজেলার করিমপুর গ্রামের ইয়াসিন মণ্ডলের ছেলে।

গোলাম মোস্তফা কান্নাজড়িত কণ্ঠে বলেন, জমি থেকে ধান আনার জন্য গোয়ালঘরে মহিষ বের করতে গিয়ে দেখি মহিষ নেই। গোয়ালঘরে সিঁধ কাটা। চোরেরা আমার মহিষ দুটি নিয়ে গেছে।

তিনি আরও বলেন, আড়াই লাখ টাকায় মহিষ দুটি কেনা হয়েছিল। এক মাস আগে সাড়ে তিন লাখ টাকা দাম বলেছেন ক্রেতারা। কিন্তু মাঠ থেকে ধান তোলার জন্য মহিষ দুটি বিক্রি করিনি। চুরি হওয়া মহিষের দাম সাড়ে তিন লাখ টাকারও বেশি হবে বলে তিনি জানান।

মুন্ডমালা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাসুদ রানা বলেন, খবর পেয়েই রাতেই ঘটনাস্থল পরদর্শন করা হয়েছে। ওই কৃষককে একটি লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজ/এসএন