রাত পেরোতেই নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ

  • চাঁদপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৫:০৬ পিএম
ছবি : সংগৃহীত

চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউপির একটি ওয়ার্ডের সদস্য পদে ফল পাল্টে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৫ জানুয়ারি)  রাতে ৪ দফা ভোট গণনা শেষে হারুনুর রশিদ জমাদারকে বিজয়ী ঘোষণা করে স্বাক্ষরিত ফলাফল স্লিপ হস্তান্তর করেন প্রিসাইডিং কর্মকর্তা।

রাত পেরোতেই বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সেই ফলাফল পাল্টে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল আহাদকে বিজয়ী দেখানো হয়। এমন অভিযোগ করে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী হারুনুর রশিদ জমাদার।

ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যও পড়েন ভুক্তভোগী প্রার্থী মো. হারুনুর রশিদ জমাদার। তিনি অভিযোগ করে বলেন, ‘আমি ফরিদগঞ্জ উপজেলার ৯ নম্বর গোবিন্দপুর উত্তর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি। নির্বাচন শেষে নানা কারণে চারবার ভোট গণনা করে প্রিসাইডিং অফিসার মো. হারুন অর রশিদ আমাকে জয়ী ঘোষণা করেন। তার স্বাক্ষরিত ফল স্লিপ আমার নির্বাচনী এজেন্ট শরীফ হোসনের কাছে হস্তান্তরও করেন।’

মো. হারুনুর রশিদ জমাদার বলেন, ‘গতকাল রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলীরেজা আশরাফি আবদুল আহাদকে নুতন করে বিজয়ী দেখিয়ে ফলাফল স্লিপ দেন। সেখানে নির্বাচনের দায়িত্বরত এজেন্টদের স্বাক্ষরও জাল করে দেখানো হয়েছে। এই বিষয়ে আমি লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার এবং রিটার্নিং অফিসারকে অভিযোগ করেছি।’

এ বিষয়ে প্রিসাইডিং অফিসার হারুনুর রশীদ বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনে যে ফল আমি ঘোষণা করেছি, সেটিই সঠিক। এর পরে যেটি হয়েছে সেটি পরদিন অফিস থেকে হয়েছে।’

অপরদিকে রিটার্নিং অফিসার শাহ আলীরেজা আশরাফি বলেন, ‘কেন্দ্র থেকে যে ফল এসেছে, সেটিই আমরা বিজয়ী সদস্যকে দিয়েছি।’

এই সময় সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সহসভাপতি মো. মহিউদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্বাচনে সাধারণ সদস্য পদে অংশ নেওয়া মুনছুর আহমেদ বেগ (তালা প্রতীক) এবং এজেন্ট আবদুল গোফরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

সোনালীনিউজ/এসএন