মেহেরপুরে ৩ স্কুলে শতভাগ পাশ করে শ্রেষ্ঠত্ব অর্জন

  • মেহেরপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২, ০৯:৩৬ পিএম

মেহেরপুর : চলতি সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার ফলাফলে মেহেরপুর জেলার ৩ টি বিদ্যালয়ে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। প্রকাশিত ফলাফলে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী  স্কুল এন্ড কলেজ, গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মেহেরপুর জেলার তাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। 

মেহেরপুর জেলার ৩ টি উপজেলার ৪ টি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের কোনটিতেই শতভাগ পাশ করেনি। তবে এবছর শিক্ষা বোর্ড নিবন্ধিত ও একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত  বিদ্যালয় গাংনী প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করেছে। 

ফলাফলে জেলার শীর্ষ স্থান অধিকার করেছে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী  স্কুল এন্ড কলেজ এবং গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ। চলতি সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায়  জিনিয়াস র‌্যাবরেটরী স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ৬৪ জন।  শতভাগ পাশ করার পাশাপাশি ৪৭ জন জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।

গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ থেকে ১৪৭ জন পরীক্ষা দিয়ে সকলেই পাশ করেছে।  এখানে পাশের শতকরা হার শতভাগ এর পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ১৩০ জন।  যার শতকরা হার ৮৮.৮৪ %। 

জেলায় ৩য় স্থান অধিকার করেছে গাংনী উপজেলা জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়। জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮৬ জন পরীক্ষা দিয়ে সকলেই পাশ করেছে।  এখানে পাশের শতকরা হার শতভাগ এর পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন।  যার শতকরা হার ৮৮.৮৪ %। ফলাফলে ৪র্থ পর্যায়ে রয়েছে  গাংনী প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল। গাংনী প্রি-ক্যাডেট  এন্ড হাই স্কুল থেকে ৪৭ জন পরীক্ষা দিয়ে সকলেই পাশ করেছে।  এখানে পাশের শতকরা হার শতভাগ এর পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ৩২। 

জেলায় ৫ম স্থান অধিকার করেছে মেহেরপুর সরকারী বালীকা বিদ্যালয়। এখানে  ২৫২ জনের মধ্যে ২৪৭ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২১ জন।  যার শতকরা হার ৯৮.০২ %। 

গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ থেকে ২৩২ জন পরীক্ষা দিয়ে  পাশ করেছে ২২৬ জন।  এখানে পাশের শতকরা হার শতভাগ এর পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ১১১ জন।

মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল মোট ২১১ জন। পাশ করেছে ২০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন। পাশের শতকরা হার ৯৮.১০%। জিপিএ-৫ এর শতকরা  হার ৩৬.৯৬ %। 

গাংনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল ৯৭ জন। পাশ করেছে ৯৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। পাশের হার শতকরা ৯৮.৯৬ %।

মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল ১২০ জন। পাশ করেছে ১১০ জন। জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। পাশের হার শতকরা ৯১.৬৬ %। 

সোনালীনিউজ/এমএএইচ