কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এসময় আলী জোহার নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়। আলী জোহার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ডব্লুভিইউ এর নুর সালামের ছেলে।
শুক্রবার (২৪ মার্চ) বিকেলে কুতুপালং বাজারের উত্তরপাশে মেসার্স চৌধুরী ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়।
শনিবার (২৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর গণমাধ্যম ও আইন শাখার সহকারী পরিচালক শামসুল আলম খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে রোহিঙ্গা আলী জোহারকে আটক করা হয়৷ পরে তার দেহ তল্লাশি করে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় র্যাবের অভিযান টের পেয়ে আলী জোহারের আরো দুই সহযোগী পালিয়ে যায়। পলাতক দুজনসহ আটক জোহার দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালনা করে আসছে।
এই ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করে উক্ত মাদক ও মাদক কারবারি জোহারকে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা৷
সোনালীনিউজ/টিএ/এসআই