বরিশাল সিটি নির্বাচন

ভোট দিচ্ছেন না মেয়র সাদিক আব্দুল্লাহ!

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১২, ২০২৩, ১১:২১ এএম

বরিশাল: বরিশাল সিটি নির্বাচনে ভোট দিচ্ছেন না বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, রাজধানী ঢাকায় অবস্থানের কারণে তিনি বরিশাল সিটি নির্বাচনে ভোট দিতে পারছেন না। জানা যায়, সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনায়ন বঞ্চিত হওয়ার পরে অভিমান করে আর বরিশালে ফেরেননি মেয়র সাদিক। 

তার চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত মনোনায়ন পাওয়ার পরে তার তার পক্ষে কাজ না করারও অভিযোগ রয়েছে সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে। 

[200983]

এসব বিষয় নিয়ে শুরু থেকেই নানা ধরনের অভিযোগ করেছে আসছেন আবুল খায়ের আব্দুল্লাহ। এমনকি নৌকার প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে কাজ করারও অভিযোগ রয়েছে সাদিক আব্দুল্লাহর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। অন্যদিকে সকাল ৮টা থেকে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে বরিশাল সিটি নির্বাচনের ভোটগ্রহণ। 

সকাল ৮টায় নগরীর রূপাতলীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী মুফতী ফয়জুল করিম।

[200982]

ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সাথে তিনি বলেন, এভাবে সুষ্ঠ পরিবেশ থাকলে ইনশাআল্লাহ হাতপাখা বিপুল ভোটে বিজয়ী হবে।

একই সময় নগরীর গোরস্থান রোড সৈয়দ আব্দুল মান্নান বিডিএফ আলিম মাদ্রাসা কেদ্রে ভোট প্রদান করেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। ভোট দিয়েই তিনি ইভিএম ধীরগতিতে চলছে বলে অভিযোগ করেন।

[200981]

আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত সকাল ১০টায় নগরীর সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট প্রদানের কথা রয়েছে। সকাল থেকেই নগরীর প্রায় সকল কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ করা যায়।

সোনালীনিউজ/এআর