হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৭, ২০২৩, ১২:০৪ পিএম

দিনাজপুর: মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারন সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, পবিত্র ঈদুল আযহা  উপলক্ষে মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামী(৩ জুলাই) সোমবার থেকে যথারিতি নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি চালু হবে।

হিলি পানামাপোর্ট লিমিটেড জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান,  কুরবানী ঈদ ও সাপ্তাহিক ছুটির কারনে ৬ দিন হিলি স্থলবন্দরের অভ্যন্তরের লোড আনলোড সহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ৩ জুলাই থেকে আবার বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল জানান, ঈদুল আজহার কারনে হিলি স্থলবন্দর ৬ দিন বন্ধ থাকলেও আমাদের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকবে। দু- দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। 

সোনালীনিউজ/এসএ/এসআই