কক্সবাজারে পাহাড় ধসে মা-মেয়েসহ নিহত ৪

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩, ০৯:১৯ পিএম

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ে নিহত হয়েছেন। অন্যদিকে, চকরিয়ার বরইতলী ইউনিয়নের বরগুনা এলাকায় পাহাড় ধসে আরও ২ শিশু নিহত হয়েছে।

সোমবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার পানবাজার পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ক্যাম্প-০৯ এর বাসিন্দা আনোয়ার ইসলাম (৩২) এর স্ত্রী জান্নাত আরা (২৮) ও তার কন্যা মাহিম আক্তার (২)। তাৎক্ষণিকভাবে চকরিয়ায় নিহত দুই শিশুর পরিচয় পাওয়া যায়নি।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর। তিনি জানান, বাসায় মাটি চাপা পড়ে দুইজন নিহত হয়েছে। এ খবর পেয়ে দ্রুত এপিবিএন ও ফায়ার সার্ভিস গিয়ে মাটিচাপা অবস্থা থেকে নিহত মা-মেয়ে দুজনকে উদ্ধার করে। উদ্ধারের পর নিহতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, চকরিয়ার পাহাড় ধ্বসে নিহতের বিষয়টি নিশ্চিত করেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান।

এদিকে, লক্ষ্যারচর ইউনিয়নে শাহ আলম(২৮) নামের এক যুবক নদীতে লাকড়ি ধরতে নেমে নিহত হয়েছেন।

সোনালীনিউজ/এম