টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ারে বালুবাহী ট্রাকের ভারে বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এ সময় ট্রাকটি ব্রিজ থেকে পড়ে পানির নিচে তলিয়ে যায়। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের সহেড়াতৈল-দুল্যা সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক চালকসহ চারজন আহত হয়েছেন।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। শুক্রবার রাত পৌনে ১টার দিকে টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের সহেরাতৈল-দুল্যা সংযোগস্থলে এ ঘটনা ঘটে। তবে নৌকা দিয়া পারাপার হচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল থেকে দেলদুয়ারের দিকে একটি বালুবাহী ট্রাক যাচ্ছিল। পরে দক্ষিণ প্রান্তে পৌঁছালে ব্রিজটি ট্রাক নিয়ে ভেঙে পড়ে। এ সময় ট্রাকটি পানিতে পড়ে যায় ও চারজন আহত হয়েছেন। পরে সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন। এখন পর্যন্ত ট্রাক উদ্ধার ও ব্রিজটি মেরামতের কাজ শুরু হয়নি।
স্থানীয়দের দাবি, এ পর্যন্ত ব্রিজটি চারবার ভেঙে পড়লো। সর্বশেষ ২০১৭ সালের ১৭ জুলাই সারবাহী একটি ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙে পড়েছিল। গত রাতে নতুন করে ভেঙে পড়লো। ব্রিজটি সাময়িক মেরামতের পাশাপাশি নতুন করে নির্মাণের দাবি জানান এলাকাবাসী।
দেলদুয়ার থানার ওসি নাছির উদ্দিন মৃধা জানান, শুক্রবার রাতে খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় চার জন আহত হয়েছেন।
টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন জানান, খবরটি শুনেছি। ব্রিজটি সংস্কারের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকেই ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে।
সোনালীনিউজ/এসআই