প্রবাসীর স্ত্রী নিয়ে ভাতিজা উধাও

  • ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১০:০৯ এএম

ইন্দুরকানী: পিরোজপুরের ইন্দুরকানীতে প্রবাসীর স্ত্রী নিয়ে ভাতিজা পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই প্রবাসী অভিযোগ করেন, ‘একই বাড়িতে আমরা পরিবারের সবাই মিলে বসবাস করি। সৌদি থাকা অবস্থায় দুই বছর আমার স্ত্রীর সঙ্গে ভাতিজার সম্পর্ক ওঠে। ঘটনা জানার পর সৌদি থেকে দেশে ফিরে এসে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করি। এর মধ্যে গত সোমবার রাতে ভাতিজার সঙ্গে আমার স্ত্রী পালিয়ে গেছে। যাওয়ার সময় ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। এখনো দুজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।’

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএস