শ্রমিক আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা

  • সাভার উপজেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ১১:১৯ এএম
ফাইল ছবি

সাভার: আশুলিয়াসহ বেশ কিছু জায়গায় চলমান শ্রমিক আন্দোলনের মুখে কয়কটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সহিংসতা ও কারখানায় ভাংচুর সহ কয়েকটি কারণ দেখিয়ে শ্রম আইনের ২০০৬ এর ১৩(১) ধারায় এ সিদ্ধান্ত নিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

শনিবার (১১ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর সহ কয়েকটি এলাকায় এমন খবর পাওয়া যায়।

প্রতিদিনের সকালে শ্রমিকরা কারখানার সামনে আসলে কারখানার ফটকে এমনটি দেখতে পান। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নোটিশ পড়ছেন। নোটিশ দেখে কারো কপালে চিন্তার ভাজ, কারো মুখে দুশ্চিন্তার ছাপ। পরে নীরবে বাসায় ফিরে গেছেন বন্ধ কারখানার শ্রমিকরা। সকাল ১০ টা পর্যন্ত কোন বিশৃংখলার খবর মেলেনি। 

কয়েকজন শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, নূন্যতম মজুরী সাড়ে ১২ হাজার টাকা অনেকে মানছেন না। আবার যাদের মজুরী নূন্যতমের উপরে ছিল তাদের ব্যাপারে কোন সিদ্ধান্ত না আসায় তারাও বিক্ষুদ্ধ। 

আশুলিয়ার হলিউড গার্মেন্টসের শ্রমিক মো. শামীম বলেন, আমরা চাই গার্মেন্টস খুলে দিক। টাকা-পয়সার সিদ্ধান্ত না নিয়ে হুট করে অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে এতে তো আমাদের সবারই ক্ষতি হচ্ছে। ভাংচুরের ও দরকার নাই, গন্ডগোলেরও দরকার নাই। সরকার সুষ্ঠু একটা সমাধান করে দিক, মীমাংসা করে দিক। হেলপারদের বেতনের যে সিদ্ধান্ত দিয়েছে তা তো আমরা মেনে নিয়েছি। কিন্তু আয়রনম্যান, অপারেটর, কোয়ালিটি এদের তো কারও কথা বলেনাই। এজন্যেই তো সমস্যা। 

সকাল ১০ টার দিকে ঢাকা শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম সোনালীনিউজকে বলেন, আজকে শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করলেও পারেনি। তারা সড়কে অবস্থান নেয়ার চেষ্টা করলেও পারেনি। তাই এখন পর্যন্ত কোন বিশৃংখলার ঘটনা ঘটেনি।

সোনালীনিউজ/এসআই