উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ ৫ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪, ০১:০৫ পিএম

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ মামলার পলাতক আসামী ও চিহ্নিত রোহিঙ্গা সন্ত্রাসী সৈয়দ আলম (৩৪) কে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোরে উখিয়ার মধুরছড়ারস্থ ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএন যৌথ অভিযান চালিয়ে এই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের সহ অধিনায়ক পুলিশ সুপার  মো. আরেফিন জুয়েল।

গ্রেফতার সৈয়দ আলম (৩৪) ৪ নম্বর ক্যাম্পের নুর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে উখিয়া থানায় ৫ টি মামলা রয়েছে।

অভিযানে ১টি ওয়ান শুটার গান এবং ১টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।

১৪ এপিবিএনের সহ অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, গোপন সংবাদে যৌথ অভিযানে এই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এব্যাপারে অস্ত্র আইনে আরও একটি মামলা করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

সোনালীনিউজ/এসআই