তালতলীতে ওপেন হাউস ডে পালিত

  • বরগুনা প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৫:৪১ পিএম

বরগুনা: তালতলীতে আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি নিয়ে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় তালতলী থানা গ্রাউন্ডসে অনুষ্ঠিত হয়। ওপেন হাউজডেতে বেশ কিছু সমস্যার সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ নেয়া হয়।

অনুষ্ঠানে বরগুনা জেলা পুলিশ সুপার আঃ ছালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন। সভাপতিত্ব করেন তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান। 

ওপেন হাউজডেতে আলোচনায় অংশগ্রহণ করেন পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক, শারিকখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিল, বড় বগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর আলম মুন্সি, নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ড. কামরুজ্জামান, সোনাকাটা চেয়ারম্যান ফরাজি মোঃ ইউনুস, কড়ইবাড়িয়া চেয়ারম্যান ইব্রাহিম শিকদার পনু সহ প্রমুখ। 

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পচাকোড়ালিয়া আঃ রাজ্জাক হাওলাদারের এক আবেদনের প্রেক্ষিতে চন্দনতলা নিস্ক্রিয় পুলিশ ফাঁড়িকে পুলিশ তদন্ত কেন্দ্র করার আশ্বাস প্রদান করেন। নিশানবাড়িয়া ইউনিয়নের শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের আইনশৃঙ্খলা উন্নয়নে সার্বক্ষণিক পুলিশ টহলের ব্যবস্থা করেন।

এমএস