পূর্বধলা: সারা দেশের ন্যায় শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে নেত্রকোণার পূর্বধলায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান' র সভাপতিত্বে ও রেবেকা সুলতানার সঞ্চালনায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্ভোধন করেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল হক, ওসি (তদন্ত) মাসুম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন বকুল, কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন খান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম টিপু, সাবেক জেলা আওয়ামী লীগ সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েলসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ৫৪টি ইভেন্টে উপজেলার ১১টি ইউনিয়নের ৫৯৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাবিহা ইসলাম এর নৃত্য দেখে মুগ্ধ হয়ে ওই স্কুলকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন আহমদ হোসেন (এমপি)। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
ওয়াইএ