ঝালকাঠিতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কোপালো প্রতিপক্ষ

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০৩:৫৬ পিএম
ছবি প্রতিনিধি

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে পূর্ব শত্রুতার জেরে মো. রাসেল মোল্লা (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল মোল্লা শ্রীরামপুর গ্রামে বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরাদ আলী।

স্থানীয়রা জানান, শ্রীরামপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা রাসেল মোল্লাকে কুপিয়ে গুরুতর জখম করে। আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে  নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ঘটনা জানার পরেই হাসপাতালে গিয়েছিলাম। এখনো কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি৷ তবে ঘটনার সাথে জরিতদের আইনের আওতায় আনা হবে।

ওয়াইএ